19/12/2017 by hossain imam সাহিত্য এম.এ হান্নান পথ- ঘাট প্রান্তর সাহিত্য প্রণয়ে ছুটে অন্তর, সাহিত্য প্রাণের একাংশ এ পথে ধ্বংসি হবে ধ্বংস। ছোট- বড় ধনী গরিব এ ভূমিতে হয় না জরিপ, সাহিত্য পৃথিবীর দেওয়া উপহার ঋণী এ বাংলা ; বিশ্ব সংসার।