Wednesday, December 11Welcome khabarica24 Online

এসএসসিতে ভালো ফলাফল অর্জন করেছে গোলকেরহাট পিএন বালিকা উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি ঃ-

আজ প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে গোলকেরহাট পিএন (পাঞ্জুবের নেছা) বালিকা উচ্চ বিদ্যালয়। উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের গোলকেরহাটে অবস্থিত বিদ্যালয়টি বরাবরের ন্যায় এবারো ভালো ফলাফল অর্জন করায় ইচ্ছ্বসিত ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিদ্যালয়টি থেকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৫৮ জন ছাত্রী অংশ গ্রহণ করে। তাদের মধ্য ৫৫ জন কৃতকার্য হয়। এরমধ্য একজন জিপিএ ৫। ১৮ জন এ গ্রেড। ২১ জন এ মাইনাস এবং বাকীরা বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৫ %। স্কুলের প্রধান শিক্ষিকা রোমেনা আক্তার জানান, ‘আমি প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছি সম্প্রতি। এই ফলাফল সন্তোষজনক। আশা করছি আগামীতে ফলাফল আরো ভালো হবে।’ উল্লেখ্য গত ২০১৮ ইং সালে এই বিদ্যালয় থেকে ৪৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৯৮% পাশ করে ৭ জন জিপিএ ফাইভ অর্জন করে।