জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রেসিডেন্ট পার্কের বাসায় নেই তিনি।কোথায় আছেন তাও কেউ জানাতে পারছে না। জাতীয়পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে না- মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এরশাদ। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর থেকেই তার খোঁজ না মেলাকে রহস্যজনক মনে করা হচ্ছে। সংবাদ সম্মেলনে এরশাদ তার ওপর চাপের কথা খোলামেলাভাবে বলেনও। এদিন তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, তোমরা আমাকে বিদ্রূপ করে লিখো না। এরশাদ সাহেব সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে- এমন কথা লিখো না। সব কষ্টের কথা বলা যায় না।আমি এক শৃঙ্খলিত রাজনীতিবিদ।
এরশাদ নিখোঁজ!!!
Warning: Trying to access array offset on value of type bool in /home/khabarica24/public_html/wp-content/themes/taslimnews/inc/template-tags.php on line 163