Tuesday, April 7Welcome khabarica24 Online

ইসলামী আন্দোলন মীরসরাই উপজেলা শাখার বিজয় দিবসের র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন :: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মৃতি স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ মীরসরাই উপজেলা শাখা কর্তৃক বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মীরসরাই উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মীরসরাই শাখার সেক্রেটারী মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলা সেক্রেটারি মাওলানা মনজুর এলাহী শওকতের উদ্বোধনী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারইয়ারহাট আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা ইসমাইল বিন হাকিম, ১নং করেরহাট ইউনিয়নের সভাপতি মুস্তাফিজ, ০২ নং ইউনিয়নের সেক্রেটারি শাহেদুল ইসলাম ভূঁইয়া, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মীরসরাই উপজেলা সভাপতি নজরুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসাইন, অর্থ সম্পাদক মাইনুদ্দিন, উক্ত আলোচনা সভায় উদ্ভাবনী বক্তব্যে মাওলানা মনজুর এলাহী শওকত বলেন স্বাধীনতার ৪৯ বছরে বাংলাদেশের জনগণ স্বাধীন রাষ্ট্র পেয়েছে বটে স্বাধীনতার স্বাধ পায়নি। বক্তারা বলেন, স্বাধীনতার স্বাধ ও স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে ইসলামি শাসন ব্যবস্থার প্রয়োজন আর এর জন্য আমাদের সকলের একটাই শ্লোগান ১৬কোটির আমিও একজন আমার অধিকার নিশ্চিত করতে হবে ।