সোমবার, ২২ এপ্রিল ২০২৪, ৯ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইন্ডিয়ান ওপেন গলফে চ্যাম্পিয়ন হলেন সিদ্দিকুর

siddiur-rahman

নিজস্ব প্রতিনিধি

হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জিতলেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। চতুর্থ রাউন্ডে পারের চেয়ে ১৪ শট কম খেলেন তিনি। প্রথম বাংলাদেশি গলফার হিসেবে দ্বিতীয় বারের মত এশিয়ান ট্যুরের শিরোপা জিতলেন সিদ্দিকুর। প্রথম রাউন্ড থেকেই শীর্ষে ছিলেন সিদ্দিকুর রহমান। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডেও ধরে রাখেন শীর্ষস্থান। চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই শেষ রাউন্ড শুরু করেছিলেন তিনি। শেষ রাউন্ডে কখনো পারের সমান, কখনো পারের চেয়ে বেশি শট খেলেছেন তিনি। দ্বিতীয় ও পঞ্চম হোলে বার্ডি করেন তিনি। তবে ষষ্ঠ হোলে এসে বোগি করেন তিনি। বোগি হয় নবম, দশম এবং একাদশ হলেও। টানা তিনটি বোগির পরই খেলায় ফিরে আসেন দেশসেরা এই গলফার। ১৩ ও ১৪ নম্বর হোলে পারের চেয়ে এক শট কম খেলেন। এরপর আবার চ্যাম্পিয়ন হবার পথ কঠিন করে ফেলেন ১৫ তম হোলে পারের চেয়ে তিন শট বেশি খেলে। ১৬ তম হোলে আবার বোগি। এ সময় তাঁকে ছুয়ে ফেলেন আরো তিনজন গলফার।১৭ তম হোলে অবিশ্বাস্য এক ‘বার্ডি’ করে আবার এক শট এগিয়ে যান সিদ্দিকুর। ১৮তম বা শেষ হোলে মাথা ঠান্ডা রেখে মোট পারের চেয়ে ১৪ শট কম খেলে শিরোপা জেতেন তিনি। ৭২ শটের খেলায় প্রথম তিন দিন খেলেছিলেন ৬৬, ৬৬ ও ৬৭টি করে শট। ১৩ শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় হন দুই ভারতীয় গলফার অনির্বাণ লাহিড়ি ও এস.এস.পি. চৌরাশিয়া। অস্ট্রেলিয়ার মেলবোর্নে আগামী ২১ থেকে ২৪ নভেম্বর হবে এই প্রতিযোগিতা । বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এর আগে ১৪ থেকে ১৭ নভেম্বর মেলবোর্ন মাস্টার্স গলফ টুর্নামেন্টে অংশ নেবেন সিদ্দিকুর।

Leave a Reply