Friday, May 29Welcome khabarica24 Online

আরাফাতুল ইসলামের মহান আর্দশ পিতা, সালীশ ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

মোহাম্মদ মনির উদ্দিন মান্না:-
জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরাফাতুল ইসলাম চৌধুরী মহান আর্দশ পিতা, সালীশ ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্মরণে শনিবার, রাত ১১ টা শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কবিতা মঞ্চের উদ্যোগে আল আইন সিটি সেন্টার পার্কে অনুষ্ঠিত হয় শোক সভা ও দোয়া মহফিল।মোহাম্মদ মনির উদ্দিন মান্না এর সভাপতিত্বে ও মোহাম্মদ নুর আলম এর সঞ্চালনায় এতে উপস্হিত ছিলেন জানে আলম, T R Rubel Chowdhury, এম. এ. খায়ের নিজামী, আরিফুল ইসলাম বাবু, সাইফুল আলম সাইফ,মোহাম্মদ হাসান, ফজলুল করিম, জয়নাল আবেদক, রবিউল হোসেন, আশরাফুল ইসলাম, নুর আলম, আব্দুল্লাহ, সাহিন, আজাদ আল মার্স, বেলার হোসেন, হায়দার আলী, মোহাম্মদ আজাদ, নজরুল ইসলাম, রিয়াজ, বেলাল হোসেন সহ প্রমুখ। শোক সভায় বক্তরা বলেন জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরাফাতুল ইসলাম চৌধুরীর মহান আর্দশ পিতা, সালীশ ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এক জন আর্দশ মানুষ ছিলেন। সে তার কর্মের মাধ্যমে সকলে মনে স্থান করে নিয়েছে। পাশপাশি সামাজিক কর্মকান্ডে তার ভুমিকা ছিল প্রশংসা করার মত।আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।