Sunday, January 19Welcome khabarica24 Online

আরব আমিরাতে যুগান্তর স্বজনের সাহিত্য আসর

আমিরাত ব্যুরো :: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের সাহিত্য আসর। শনিবার (৩ আগস্ট ) স্থানীয় সময় দুপুর ১ টা আল আইনস্থ লুলু ফ্যাশন হল রুমে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসার সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্নার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান উৎসবমুখরভাবে সম্পন্ন হয়। বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় স্থানীয় বাঙালিদের এক মিলনমেলায়। দিনব্যাপী আয়োজনে ছিল স্বরচিত কবিতা আবৃত্তি , অভিনয়, বাংলা সাহিত্য বিষয় নিয়ে আলোচনা। অনুষ্ঠান উদ্বোধন করেন সুদূর বাংলাদেশ থেকে আগত গ্র্যাজুয়েট ওমেন ইন্টারন্যাশনাল চট্টগ্রাম শাখার সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক রুসিলী রহমান মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট নারী সংগঠক, সমাজ সেবক, আলোকিত নারী, আশার আলো বিদ্যাপাঠ প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ শামীম জাহান সিদ্দীকি। অনুষ্ঠানে কবিদের ফুল দিয়ে মঞ্চে স্বাগত জানান দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের মহিলা সম্পাদিকা, সেরা রাঁধুনি ও লেখিকা শারমিন আক্তার জেলী, সহ সভাপতি কবি আরাফাতুর ইসলাম চৌধুরী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল গণি,সদস্য কবি ফাতেমা বেগম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কবি কবি মনির উদ্দিন মান্না, কবি মুহাম্মদ মুসা, কবি রবিউল হোসেন, কবি ফাতেমা বেগম, কবি ইসলাম, কবি ফারুক মিয়া সহ প্রমুখ। সাহিত্য আসর অনুষ্ঠান শেষে দীর্ঘক্ষণ অসংখ্য প্রবাসী কবি, লেখক, সাহিত্যিক, একে অপরের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।