Thursday, April 18Welcome khabarica24 Online

আরব আমিরাতে মোহাম্মদ সোহেল রানার পিতা স্মরণে শোক সভা দোয়া মাহফিল

16558760_1752910545027453_86987706_n

আরব আমিরাত প্রতিনিধিঃ আরব আমিরাতে মোহাম্মদ  সোহেল রানার এর মহান আর্দশ পিতা মোহাম্মদ আবুল কালাম স্মরণে শোক সভা, কোরআন শরীফ খতম ও দোয়া মাহফিল অনুষ্টিত ।
বাংলাদেশের প্রবাসীদের সংগঠন দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ,আরব আমিরাত শাখা ও জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত শাখার যৌথ উদ্যোগের গত  ৩রা ফ্রেরুয়ারী,রোজ-  শুক্রবার, ইউ. এ. ই  সকাল ১১ ঘটিকা, আল আইন,  হিলি সানাইয়া, আরবি রেষ্টুরেন্টে এক মোহাম্মদ আবুল কালাম স্মরণে শোক সভা, কোরআন শরীফ খতম ও দোয়া মাহফিল,সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মুসা । সাধারণ সম্পাদক কবি  ও সাংবাদিক মোহাম্মদ মনির  উদ্দিন মান্নার  সঞ্চালণায় শোক সভায় বক্তব্য রাখেন জনাব  আলহাজ্ব মাজহার উল্লাহ্‌ মিয়া,সভাপতি, মিরসরাই সমিতি, সংযুক্ত আরব আমিরাত,
মোহাম্মদ সিরাজদ্দৌলা মামুন, উপদেষ্টা কবি নজরুল সাহিত্য পরিষদ ও জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত শাখা, এম.  এ. খায়ের নিজামী,রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা ও  চেয়ারম্যান, মোহাম্মদ আরিফুল ইসলাম বাবু, উপদেষ্টা,দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, আরব আমিরাত শাখা, আলহাজ্ব মাওলানা  সাইফুল ইসলাম(ইয়াহইয়া),বিশিষ্ট ব্যাবসায়ী ও বঞ্চিত গ্রামবাংলা পরিষদ-এর মাননীয় চেয়ারম্যান,মোহাম্মদ মেজবা, সাংগঠনিক সম্পাদক,মিরসরাই সমিতি, সংযুক্ত আরব আমিরাত,কবি জানে আলম, উপদেষ্ট জাতীয় কবিতা মঞ্চ,আআরব আমিরাত শাখা, মোহাম্মদ  তারেকুর ইসলাম রুবেল।
আরো উপস্হিত ছিলেন নুরুল ইসলান,  হোসেন, শিপন, সরওয়ার উদ্দিন রণি, তানজির, নরুল গণি, ওয়াহিদ,রিমন, আলম, জুয়েল মামুদ, নাজমুল, হায়দার, আরমান, আকাশ,সাকিল প্রমুখ।
সভা শেষে মাওলানা এম.  এ. খায়ের নিজামী দোয়া পরিচালনা করেন।
উল্লেখ,জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত শাখার সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানার বাবা মোহাম্মদ আবুল কালাম, ৩ জানুয়ারি  দিবাগত রাত সাড়ে চারটায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। চট্টগ্রাম জেলা  মীরসরাই থানা, ১৬ নং সাহেলখালি ইউনিয়নে সাহেলখালি গ্রামে তার  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।