শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আবুধাবিতে বাংলাদেশি ট্যাক্সি চালকের সততা : অবাক বিশ্ববাসী

অনলাইন ডেস্ক :

Nure Alam

নূরে আলম একজন ট্যাক্সি চালক। গত পাঁচ বছর ধরে আবুধাবিতে ট্যাক্সি চালাচ্ছেন তিনি। যাত্রীদের ফেলে যাওয়া মোবাইল থেকে ব্যাগ কত কিছুই না ফেরত দিয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি এক বিকেলে ঘটে যাওয়া ঘটনা অবাক করেছে বিশ্ববাসীকে। আর একজন মানুষ যে চারিত্রিক দিক দিয়ে কতটা সৎ হতে পারে তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নূরে আলম।

সেদিন বিকেলে সরকারি কোম্পানিতে চাকরিরত এক যাত্রী আবুধাবির সোফিটেল হোটেল থেকে খলিফা স্ট্রিটের মিলেনিয়াম হোটেলে যায়। যাতায়াত ভাড়া ৪.৫০ দিরহাম হলেও যাত্রীটি তাকে পাঁচ দিরহাম দেন। এরপর যাত্রটি তাড়াহুড়া করে হোটেলে চলে যান।

ঠিক এক ঘণ্টা পরে নূরে আলম হঠাৎ যাত্রীসিটের নিচে একটি সাদা খাম লক্ষ্য করেন। তিনি সেই খামের ভেতর আরও দুটি খাম পান। তার একটিতে ৫০০ এবং অপরটিতে ১০০০ হাজার দিরহামের নোটে ভরা ছিল। দুটি খামে মোট ৮৮ হাজার ৫০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ লাখ টাকা ছিল।

তিনি তত্ক্ষণাৎ আল শারিয়া পুলিশ স্টেশনে জানালে পুলিশ মালিকের কাছে অর্থ পৌঁছে দেয়। টাঙ্গাইলের ছেলে নূরে আলমের সততায় সংযুক্ত আরব আমিরাতের পুলিশ ভূয়সী প্রশংসা করে।

উল্লেখ্য, এর আগে আব্দুল হালিম নামে আরেক বাংলাদেশী ট্যাক্সি চালক একই রকম সততার পরিচয় দিয়েছিলেন।

Leave a Reply