Monday, May 25Welcome khabarica24 Online

আবুতোরাব ফাজিল (স্নাতক) মা‌দ্রাসার বার্ষিক ওয়াজ, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে শতবর্ষ বিদ্যাপীঠ আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসা বার্ষিক ওয়াজ, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গনে গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা ছানা উল্যার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মাদ লুৎফুর রহমান আল-আযহারী। বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আজহারী ও ফেনী ফাজিলপুর ওয়ালীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মেসবাহ উদ্দীন সহ প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছাত্র- ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ্ব শফিকুল ইসলাম নিজামী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান ও মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি প্রফেসর আতিকুর রহমান সহ প্রমুখ।