বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আবারও ডিগবাজি ! নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দিলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক :

10

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরশাদ। আজ দুপুর ১২টা সময় বনানীর নিজ বাসায় এক প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি। তিনি জানান, পরিবেশ নেই বলে  তিনি নির্বাচনে যাবেন না। তিনি বলেন, পরিবেশ সৃষ্টি হবে সব দল নির্বাচনে আসবে তবেই আমি নির্বাচন করবো। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আমাকে এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এটা একটা মিথ্যা কথা । তিনি বলেন, আমি যদি ১ হাজার কোটি টাকা নিতাম তাহলে এই ঘোষনা দিতাম না। আমি কোনো দলের কাছে বিক্রি হইনাই । সব দল নির্বাচনে আসলে আমি নির্বাচনে আসবো আমি আমার কথা রেখেছি । আমি আমার দলের সব প্রার্থীকে মনোয়ন পত্র তুলে নেওয়ার নির্দেশ দিয়েছি ।’  একই সঙ্গে এরশাদ তার দলের নেতাকর্মীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছি। প্রার্থীদের মনোনয়ন পত্র তুলে নেবার কথাও বলেছেন তিনি। এরশাদ বলেন, কথা দিয়েছিলাম পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচন থেকে সরে দাঁড়াব। আমি কথা রেখেছি। যারা বলে, এরশাদ সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে, তারা দেখুক আমি আমার কথা রেখেছি। তিনি বলেন, আমাকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বন্দী করা হয়েছিল বিনা কারনে। এত কষ্টের পরও আমি অন্যায় সজ্য করে বেঁচে আছি শুধু মাত্র আমার জাতীয় পার্টির জন্য। আমি না থাকলে আমার জাতীয় পার্টি থাকবে না শুধু  এই কারনে।
তিনি বলেন আমি এরশাদ এখনো একজন সুশৃঙ্খল রাজনীতিবীদ আমার মামলার এখনো কোন শেষ হয়নি সুরাহা হয়নি তবুও যুদ্ধ করে চলেছি আমি মামলা নিয়ে। এখনো সুবিচার পাইনি।

 

Leave a Reply