শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আজ ঐতিহাসিক জেলহত্যা দিবস

image

নিজস্ব প্রতিনিধি

আজ ঐতিহাসিক জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের আজকের এই  দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়। কারাগারে বন্দি ছিলেন মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার নেতা– সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ওই বছরের তেশরা নভেম্বর হত্যা করা হয় জাতীয় নেতাদের। হত্যাকান্ডের পর এর মধ্যে পার হয়ে গেছে ৩৮ বছর। কিন্তু এখনো হত্যাকারীদের বিচার সম্পন্ন হয়নি। জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জেলহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন দেশব্যাপী কর্মসূচী পালন করছে।

Leave a Reply