Sunday, November 17Welcome khabarica24 Online

আগামী ২৭ জানুয়ারী ঐতিহাসিক এশায়াত সম্মেলন এর চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

আগামী ২৭ জানুয়ারী রোজ শনিবার মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু’র স্মরণে ঐতিহাসিক এশায়াত সম্মেলন ঢাকা গুলিস্তান কাজী বশির মিলনায়তন সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ, আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব। এশায়াত সম্মেলন উপলক্ষে গত শুক্রবার বাদে জুমা কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম (রাঃ) সম্মেলন কক্ষে সম্মেলন বাস্তবায়ন তদারক পরিষদের আহবায়ক প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ সৈয়দ মোহাম্মদ সোলায়মান তালুকদার। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, যুগ্ম-সম্পাদক ছিবগাত উল্লাহ মোহাম্মদ আরিফ, শৃংখলা পরিষদের সচিব মুহাম্মদ নঈম উদ্দীন খান। বিভিন্ন উপ-পরিষদের পক্ষে বক্তব্য রাখেন আলহাজ¦ মোহাম্মদ শহিদুল্লাহ, মোহাম্মদ সেলিম, মাওলানা মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ মোফাচ্ছেল, মোহাম্মদ মামুন পারভেজ, মোহাম্মদ বখতিয়ার, মোহাম্মদ ইলিয়াছ, মাষ্টার মোহাম্মদ মহসিন প্রমুখ। সভায় বক্তাগণ নিজ নিজ উপ-পরিষদের কাজের চূড়ান্ত প্রস্তুতির উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন। পরিশেষে মহান মোর্শেদে আজমের হায়াতে খিজরী ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।- প্রেস বিজ্ঞপ্তি