বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

al-nomination-form

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ- ৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মনোনয়নপত্র কিনেছেন সৈয়দ আশরাফুল ইসলাম ও দীপু মনি। বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয় থেকে প্রথম দিনেই প্রায় তিনশ জন মনোনয়নপত্র নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলাম, সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।শুরু হয়ে গেল আওয়ামী লীগের নির্বাচনমুখী যাত্রা। রাজনৈতিক অনিশ্চয়তা আর হরতালের মধ্যেও দলে দলে বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে এসেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নতুন-পুরাতন অনেক মুখ। দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় দলের মনোনয়নপত্র বিতরণ। গোপালগঞ্জ-তিন আসনের সম্ভাব্য প্রার্থী শেখ হাসিনা। সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়ন সংগ্রহ করেছেন কিশোরগঞ্জ থেকে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি চাঁদপুরের আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন, জমাও দিয়েছেন। সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জানুয়ারির মধ্যেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে।  সাতটি বিভাগীয় বুথ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। এবার মনোনয়নপত্রের দাম ধরা হয়েছে পঁচিশ হাজার টাকা। বেশকটি আসনে একাধিক প্রার্থীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এক পর্যায়ে ঢাকা-চার আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ড. আওলাদ‌ হোসেন ও সফিকুর রহমান সাইদুল সমর্থকদের মধ্যে মারামারিও হয়েছে, আহত হয়েছে কয়েকজন।

সূত্রঃ ইন্ডিপেনডেন্ট

 

Leave a Reply