মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

অভিযাত্রায় যোগ দিচ্ছে হেফাজত

imag

 

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দিচ্ছে হেফাজতে ইসলাম। তবে কেন্দ্রীয় নেতারা মতে, বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। এনিয়ে জনমনে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ৷ জানা গেছে, কর্মসূচিতে যোগ দিতে হেফাজতে ইসলামের কর্মীরা ঢাকায় প্রবেশ করছেন৷ তবে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বিষয়টি সরাসরি স্বীকার করেননি৷ তাঁরা বলছেন, বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা ঢাকায় আসছেন, কেন্দ্রীয়ভাবে নয়৷ খবর ডয়েচে ভেলের
এ প্রসঙ্গে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল ওয়াসেল বলেন, বিএনপির কর্মসূচিতে হেফাজতে ইসলাম সরাসরি অংশ নেবে না৷ কেন্দ্র থেকে তেমন নির্দেশনাও দেয়া হয়নি৷ তবে কেউ যদি স্বেচ্ছায় তাতে যোগ দেন, তাহলে দিতে পারেন, তাদের নিষেধ করা হবে না৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এসেছেন বা আসছেন তারা সমাবেশে যোগ দিতে চাইলে দিতে পারে৷ কিন্তু কেন্দ্রীয় নেতারা সমাবেশে যাবেন না৷ খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে হেফাজতের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে আসছেন৷ কুষ্টিয়া থেকে বিএনপির পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা আসতে শুরু করেছেন৷ হেফাজতের কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল সাংবাদিকদের বলেছেন, সংগঠনের উচ্চপর্যায়ের নির্দেশে নেতা-কর্মীরা বাস-ট্রেনে ঢাকা যাচ্ছেন৷ শুধু কুষ্টিয়া থেকে তাদের প্রায় তিন হাজার নেতা-কর্মী কর্মসূচিতে যোগ দেবেন৷ বিএনপির কর্মসূচিতে হেফাজত কেন যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জালেম সরকারের বিরুদ্ধে আলেমরা অভিযাত্রায় যাচ্ছে৷’ এ প্রসঙ্গে ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম বলেন, হেফাজতের নেতা-কর্মীরা ইতিমধ্যে ঢাকায় আসতে শুরু করেছে এমন তথ্য তাঁরাও পেয়েছেন৷ হেফাজত যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে৷ বিশেষ করে লাঠিসোঁটা বা আগ্নেয়াস্ত্র যাতে কেউ বহন করতে না পারে সেদিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ ও গোয়েন্দারা৷

Leave a Reply