Thursday, April 18Welcome khabarica24 Online

অচল বন্দরনগরী চট্টগ্রাম

চট্টগ্রামে হরতাল ও অবরোধ একসঙ্গে চলছে। এতে বন্দরনগরীর সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। হরতাল-অবরোধেল সমর্থনে সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে ছোট ছোট মিছিল বের করে দলের নেতাকর্মীরা। পরে পুলিশ তাতে বাধা দিলে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সারাদেশের মতো চট্টগ্রামেও পালিত হচ্ছে ১৮ দলের অবরোধ কর্মসূচি। পাশাপাশি স্বন্দ্বীপের এমপির বাড়িতে হামলার প্রতিবাদে স্থানীয় বিএনপির ডাকা হরতাল কর্মসূচিও চলছে।মঙ্গলবার সকাল ৯টার সময় নগরের বাকলিয়া ১৮ দলের নেতাকর্মীরা মিছিল বের করে গাড়ি ভাঙচুর করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-প্লাটা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া সকাল সাড়ে ৮টার সময় আলমাস সিনেমার মোড়ে মিছিল করার সময় এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম ও কর্মী শফিকে পুলিশ আটক করে।সকালে পৌনে ১০টার দিকে নাসিমন ভবনের নগর বিএনপির কার্যালয় থেকে সমাবেশ চলাকালীন সময়ে মাইক খুলে নিয়ে যায় পুলিশ। এছাড়া নগরের প্রতিটি প্রবেশ পথে অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে ১৮ দল।এছাড়া নগরের ১৬ থানা ও জেলার ১৪ উপজেলায় কোথাও কোনো ধরনের অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি। নগরীর এ কে খান মোড়ে, কাজীর দেউড়ি, বড়পোল, বহদ্দার হাট মোড়সহ মোট ১৫ পয়েন্টে ভোর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply